ঢাবি ভর্তি পরীক্ষায় ১ম মেধাস্থান প্রাপ্ত শিক্ষার্থীদের লিখিত মন্তব্য

অয়ন চক্রবর্তী

১ম খ ইউনিট
(ঢাবি ২০২২-২৩)

আমি অয়ন চক্রবর্তী, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে UCC থেকে কোচিং করে ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'খ' ইউনিটে ১ম স্থান অর্জন করেছি । পরম করুনাময় ঈশ্বরের অপার করুণা এবং মা-বাবা, শিক্ষক ও গুরুজনদের অনন্ত আশীর্বাদে আমার পক্ষে এই সাফল্য অর্জন সম্ভবপর হয়েছে । আমি বিশেষভাবে কৃতজ্ঞ UCC পরিবারের প্রতি । UCC বরিশাল শাখার পরিচালক সুমন স্যার ও ইংরেজি শিক্ষক জুয়েল স্যারের প্রতি আমার অন্তরের কৃতজ্ঞতা কোনো শব্দচয়নে সীমাবদ্ধ করা সম্ভব নয় । আমার এই যাত্রাপথে UCC’র ক্লাস গাইড ও লেকচারশীট অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করেছে ।

অমৃত লাল দে কলেজ, বরিশাল ।

নাহনুল কবীর নোয়েল

১ম খ ইউনিট
(ঢাবি ২০২১-২২)

আমি নাহনুল কবীর নোয়েল, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে UCC থেকে কোচিং করে ঢাকা

বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে ১ম স্থান অধিকার করেছি । সর্বপ্রথম আমি মহান আল্লাহ তা’আলার প্রতি কৃতজ্ঞতা জানাই । এরপর আমার পরিবার বিশেষ করে আব্বু আম্মু ও আমার শিক্ষকদের প্রতি এবং UCC এর প্রতি । UCC এর লেকচার শীট, Model Test, Intensive Care সব মিলিয়ে যথেষ্ট সহায়ক ছিল। পাশাপাশি কামাল স্যার এর ওরিয়েন্টেশন ক্লাস এবং শরীফ ওবায়েদুল্লাহ ভাইয়ের ওবায়দুল্লাহ ভাইয়ের থেকে গাইডলাইন অগ্রযাত্রায় সহায়ক ছিল আমি ইউসিসি পরিবারের প্রতি কৃতজ্ঞ এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি ।

সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর ।

অনন্য গাঙ্গুলী

১ম ঘ ইউনিট
(ঢাবি ২০২১-২২)

আমি অনন্য গাঙ্গুলী ২০২১-২২ শিক্ষাবর্ষে UCC বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে বিজ্ঞান

বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করেছি । কল্পনাতীত সাফল্য লাভের জন্য আমি প্রথমে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । এরপর আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমার পরিবারের প্রতি । তাদের সাহায্য ও অনুপ্রেরণাতে আমার এতদূর আশা । ভর্তি পরীক্ষার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে দিকনির্দেশনা ও সহায়তা দেয়ার জন্য আমি UCC গ্রুপের কাছে কৃতজ্ঞ । তাদের বই লেকচার সিট হাইলাইটস আর নিয়মিত পরীক্ষা আমাকে সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুতি গ্রহণে এবং নিজেকে যাচাই করতে সহায়তা করেছেন । অনলাইন মাধ্যমে ক্লাস করা সত্ত্বেও যথাসময়ে এসব উপকরণ আমার কাছে পৌঁছে দিয়ে আমার পড়াশোনা অব্যাহত রাখতে ইউসিসি অবদান রেখেছে । ক্লাসে মনোযোগ ধরে রাখতে এবং সঠিক সময়ে কোর্স সম্পূর্ণ করতে সাহায্য করার জন্য আমি UCC এর শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানাই । বিশেষ করে এমদাদ ভাইয়া, সজীব ভাইয়া ও সোহেল ভাইয়া আমাকে অনেক সাহায্য করেছেন । সর্বোপরি আমি ইউসিসি পরিবার ও ভবিষ্যৎ UCC শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি ।

সরকারি কেএমএইচ কলেজ, ঝিনাইদহ

আরাফাত সামির আবির

১ম গ ইউনিট
(ঢাবি ২০২০- ২১)

আমি, আরাফাত স্বামীর আবির ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে

১ম স্থান অর্জন করেছি । এর জন্য প্রথমেই হাজারো শুকরিয়া মহান আল্লাহর প্রতি । আমি কৃতজ্ঞ আমার পরিবারের কাছে । নটরডেম কলেজ আমাকে এই অর্জনে ব্যাপক সাহায্য করেছে । আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই UCC কর্তৃপক্ষ ও UCC এর সকল শিক্ষক মন্ডলীকে । ধন্যবাদ জানাই UCC এর জনপ্রিয় শিক্ষক নাহিন ভাইকে আমাকে প্রতিনিয়ত গাইডলাইন দেওয়ার জন্য । UCC এর পরিচালক কামাল স্যারকে ধন্যবাদ প্রতিনিয়ত উৎসাহ দেওয়ার জন্য । সকলকে ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য ।

নটরডেম কলেজ

মেফতাউল আলম সিয়াম

১ম ক ইউনিট
(ঢাবি ২০২০- ২১)

আমি, মেফতাউল আলম সিয়াম ২০২৩ -২১ শিক্ষাবর্ষে UCC এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি

পরীক্ষায় আমি প্রথম স্থান অধিকার করেছি । এ বিশেষ সফলতার জন্য আমি মহান আল্লাহ তা’আলার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি । অতঃপর কৃতজ্ঞতা প্রকাশ করছি পিতা-মাতা এবং শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি । ২০১৯ সালে UCC কর্তৃক আয়োজিত একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমি বগুড়া অঞ্চল থেকে অংশগ্রহণ করি । সেখানে আমি সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করি । সেখান থেকেই মূলত UCC পরিবারের সাথে আমার সম্পর্কটা সৃষ্টি হয় । বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে UCC এর প্রতিটি ক্লাস পরীক্ষা, স্টাডি ম্যাটেরিয়ালস এসবই ভূমিকা পালন করে । এছাড়া ভাইয়েরাও অনেক আন্তরিকতার সাথে ক্লাসে বোঝানোর চেষ্টা করেন । UCC বগুড়া শাখার পরিচালক লাভলু ভাই যেকোনো সমস্যায় আমাকে সর্বাত্মক সহযোগিতা করতেন । ভর্তি প্রস্তুতিতে গাইডলাইন খুবই সহায়ক হবে বলে আমি মনে করি । আমি ইউসিসি পরিবারের উত্তরোত্তর সাফল্য কামনা করছি । ফলাফল প্রকাশের পর ইউসিসি কর্তৃপক্ষ আমাকে যে সম্মান প্রদর্শন করেছেন তার জন্য আমি তাদের নিকট বিশেষ কৃতজ্ঞ ।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া ।